Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

পেমেন্ট অর্ডার এর বৈশিষ্ট্যগুলো কী কী? (What are the features of payment order?)

পেমেন্ট অর্ডার গ্রাহকের পক্ষে ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি আর্থিক উপকরণ যা নির্দিষ্ট তৃতীয় পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের আদেশকে উল্লেখ করে। এটি ব্যাঙ্কার চেক নামেও পরিচিত। 


মূলত; পেমেন্ট অর্ডার এর বেলায় ব্যাংক তার নিজের উপরই নিজে আদেশ দেয়। অর্থাৎ পেমেন্ট অর্ডার যে শাখা ইস্যু করে, তার অর্থও সে শাখাই প্রদান করে। পেমেন্ট অর্ডারের টাকা প্রাপক ছাড়া অন্য কাউকে দেয়া যায় না অর্থাৎ পেমেন্ট অর্ডার হস্তান্তর বা এনডোর্স করা যায় না। কেননা পেমেন্ট অর্ডার হস্তান্তরযোগ্য দলিল নয়।

পেমেন্ট অর্ডার এর বৈশিষ্ট্য

১. পেমেন্ট অর্ডার একটি আর্থিক উপকরণ।

২. পেমেন্ট অর্ডার এ অর্থ প্রদানের আদেশ থাকে।

৩. পেমেন্ট অর্ডার যে শাখা ইস্যু করে, তার অর্থও সে শাখাই প্রদান করে।


৪. ব্যাংক তার নিজের উপরই নিজে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের আদেশ দিয়ে থাকে।

৫. পেমেন্ট অর্ডারের টাকা প্রাপক ছাড়া অন্য কাউকে দেয়া যায় না

৬. পেমেন্ট অর্ডার বা পে-অর্ডার কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল নয়।


৭. পেমেন্ট অর্ডার এর বেলায় এডভাইস ইস্যু করা হয় না।

৮. পেমেন্ট অর্ডার এর বেলায় কোন টেস্ট কী লাগে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ