কোন সম্পত্তি নগদ অর্থ হিসেবে ব্যবহার করার ক্ষমতাকে তারল্য বলে। যে সম্পত্তি যত তাড়াাড়ি দর পীস্তর করা সম্ভব সে সম্পত্তি তত বেশি তরল বলে বিবেচিত হবে। তাই, সময়ের পরিপ্রেক্ষিতে স্বল্প ক্ষতিতে যে কোন সম্পদ নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে। নগদ অর্থ ও ব্যাংক জমা হচ্ছে ব্যাংকের সবচেয়ে তরল সম্পদ। কারণ এরপ সম্পদ ব্যাংক যে কোন কাজে সরাসরি ব্যবহার করতে পারে। নগদ অর্থ ও ব্যাংকে জমা ব্যতীত অন্য ব্যাংক অরাসরি ব্যবহার করতে পারে না। তাই এরূপ সম্পদ তুলনামূলক কম তরল সম্পদ হিসেবে বিবেচিত হয় । যেমন: দেনাদার, প্রাপ্য বিল, আসবাবপত্র, দালানকোঠা ইত্যাদি ।
বাকিতে পণ্য বিক্রয় হতে উদ্বুত প্রাপ্য বিলের টাকা ব্যাংক নির্দিষ্ট সময় পর আদায় করতে পারে। ফলে প্রাপ্য বিলকে নগদ অর্থ হিসেবে ব্যবহার করতে ব্যাংককে নির্দিষ্ট সময় অতিবাহিত করতে হয়। কিন্ত ব্যাংক বাষ্টার বিনিময়েও প্রাপ্য বিল আদায় করতে পারে; তবে সেক্ষেত্রে কিছু টাকা ছাড় দিতে হয় । তাই প্রাপ্য বিলকে নগদ অর্থের তুলনায় কম তরল বলে গণ্য করা হয়। প্রকৃত পক্ষ ব্যাংকের নগদ অর্থ পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।
1 মন্তব্যসমূহ
তারল্যের প্রকারভেদ এর আলোচনা জানতে চাই
উত্তরমুছুন