Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বণ্টন প্রণালী বলতে কী বুঝায়?

প্রত্যেক উৎপাদনকারীকেই তাদের পন্য বাজারে উপস্থাপনের জন্য বন্টন প্রণালীর সাহায্য নিতে হয়। বণ্টন প্রণালী হল সেই পথ-মাধ্যম বা সাংগঠনিক অবস্থা যা উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে । অর্থাৎ, উৎপাদিত পণ্যসামগ্রী যে পথে ভোক্তাদের কাছে প্রেরণ করা হয় তা হচ্ছে বণ্টন প্রণালী। এ প্রণালীর একপ্রান্তে অবস্থান উৎপাদকের আর অন্যপ্রান্তে ভোক্তার মধ্যস্থ কারবারিরা প্রণালীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে । তাই এরাও এ প্রণালীর সদস্য । কিন্তু যারা পণ্য বণ্টনে প্রত্যক্ষভাবে জড়িত নয় যেমন - পরিবহন সংস্থা, রেলওয়ে, বিজ্ঞাপনী সংস্থা, ব্যাংক, বীমা ইত্যাদি - এদেরকে প্রণালীতে অন্তর্ভুক্ত করা হয় না।

Philip Kotlar বলেছেন যে, “বন্টন প্রণালী হচ্ছে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য ও সেবা
প্রবাহিত করার এবং তার মালিকানা হস্তান্তরিত করার চ্যানেল বা পথ।” 
Candiff and Still এর মতে, “বণ্টন প্রণালী তাকেই বলা হবে যে পথে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যের মালিকানা স্বত্ব প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে ব্যবহারকারীদের কিংবা চূড়ান্ত ভোগকারীদের কাছে হস্তান্তরিত হয়।”

মোটকথা, বণ্টন প্রণালী বলতে এমন কতকগুলো নির্ভরশীল প্রতিষ্ঠানের সমষ্টিকে বুঝায় যারা উৎপাদনের স্তর থেকে ভোগের স্তর পর্যন্ত পণ্যের মালিকানা হস্তান্তর করতে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ