Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

লিয়েন বলতে কী বুঝায়?

ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ডেটরের সম্পত্তি ক্রেডিটরের দখলে রাখার অধিকারকে লিয়েন বলে। পক্ষগণের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বা লেনদেনের মাধ্যমে লিয়েন এর অধিকারের উদ্ভব হয়। লিয়েন সম্পত্তি বিক্রির অধিকার প্রদান করে না, তবে তা ধরে বা আটকে রাখার অধিকার প্রদান করে। 

লিয়েন এর অধিকার প্রয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাদি বিদ্যামান থাকা দরকার :
১. যে সম্পত্তির উপর লিয়েন এর অধিকার প্রয়োগ করা হবে তা ক্রেডিটরের দখলে থাকতে হবে ।
২. সম্পত্তির দখলকারীর নিকট সম্পত্তির মালিকের আইন সংগতভাবে বৈধ পাওনা (ঋণ) থাকতে হবে। 
৩. বিপরীত কোন চুক্তি থাকবে না, থাকলে লিয়েন কার্যকর হবে না।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ