Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

দাগ কাটা চেক কীভাবে ভাঙানো হয়?

দাগ কাটা চেক সরাসরি ব্যাংক হতে ভাঙানো যায় না। এ চেকের টাকা প্রাপকের যে কোন ব্যাংকে তার হিসাবে জমা দিয়ে সংগ্রহ করতে হয়। প্রাপকের ব্যাংক হিসাব না থাকলে অন্য কারো হিসাবেও চেকটি জমা দিয়ে টাকা সংগ্রহ করতে পারে । তবে এক্ষেত্রে যদি চেকে প্রাপকের হিসাব লিখে রেখান্কন করা হয়, সেক্ষেত্রে টাকা সংগ্রহের জন্য প্রাপকের ব্যাংক হিসাব থাকতে হবে। 

দাগ কাটা চেক ভাঙানো প্রক্রিয়ায় প্রথমে প্রাপকের ব্যাংক হিসাবে চেকটি জমা দিতে হবে। অতঃপর গ্রাপকের ব্যাংক থেকে চেকের টাকা নিকাশ ঘরের মাধ্যমে সংগ্রহ করবে এবং প্রাপকের হিসাবে তা জমা করবে। প্রাপকের হিসাবে উক্ত টাকা জমা হওয়ার পর প্রাপক সাধারণ চেক কেটে তার হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ