সাধারণ অর্থে কোন কার্যসম্পাদন, সেবামূলক কার্য সমাধা বা সরবরাহ প্রদানের পর উহার পাওনা আদায় (পরিশোধ) করার উদ্দেশ্যে পাওনা দাবীর সমর্থনে যে সব দলিল পত্রাদি দাখিল করা হয়, তাকে “বিল” বলে।
অন্যভাবে বলা যায়- বিল হলো কোন সম্পাদিত কার্য অথবা মালামাল সরবরাহের বিপরীতে পাওনা অর্থের দাবি সমেত একটি দলিল। অর্থাৎ বিল হল এমন একটি দলিল যা বিক্রেতার দ্বারা প্রস্তুতকৃত পণ্য বা সেবার মুল্য/ অর্থ প্রদানের অনুরোধ জানিয়ে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ভাউচার হলো এক ধরনের লিখিত দলিল, যা পরিশোধকৃত বিলের টাকার প্রমাণ পত্র হিসেবে রেকর্ডভুক্ত ও সংরক্ষিত থাকে। অন্য কথায় বলা যায়- বিল পরিশোধের পর বিল প্রদানের প্রমাণক হিসেবে যে কাগজপত্রাদি সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয় তাই ভাউচার।
1 মন্তব্যসমূহ
ধন্যবাদ তালুকদার ভাই। আপনার এই গোস্ট থেকে কিছু জানতে পারলাম।
উত্তরমুছুন