পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব পারিপার্শ্বিক উপাদানের সমষ্টি। এসব পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে। ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি।
যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান হারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবসায়-ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর।
ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয় ভাগে ভাগ করা যায়। যথা-
ক. অর্থনৈতিক পরিবেশ
খ. প্রাকৃতিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ
ঘ. আইনগত পরিবেশ
ঙ. সামাজিক পরিবেশ
চ. প্রযুক্তিগত পরিবেশ
0 মন্তব্যসমূহ