Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

অদাবীকৃত আমানত কী? কীভাবে এর হিসাবায়ন করা হয়? (What is Unclaimed Deposit? How is it calculated?)

কোন ব্যাংকের কোন শাখার কোন হিসাবে কোন অর্থ জমা রাখা পরবর্তীতে যদি দশ বৎসর যাবৎ ঐ হিসাবে কোন লেনদেন না হয়, তখন ঐ হিসাবে জমাকৃত অর্থ অদাবীকৃত আমানত বলে গণ্য হয়। 


বাংলাদেশের ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ৩৫ ধারায় অদাবীকৃত আমানতের সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে, সরকার, নাবালক বা আদালতের অর্থ ব্যতিত অন্য কারো অর্থ পরিশোধযোগ্য হবার পর ১০ বৎসর অতিক্রান্ত হলে/ যোগাযোগ বিহীন থাকলে তা অদাবীকৃত বলে গন্য হবে।  

১০ (দশ) বৎসর কিভাবে হিসাব করা হবে?  

অদাবীকৃত আমানত চিহ্নিতকরণে দশ বৎসর নিম্নরুপে হিসাবায়ন করা হবে- 

১. কোন ব্যাংক-কোম্পানীর কোন বাংলাদেশী শাখায় সরকার, নাবালক বা আদালতের অর্থ ব্যতীত অন্য কাহারো পরিশোধযোগ্য অর্থের ব্যাপারে নিম্ন উল্লিখিত তারিখ হইতে দশ বৎসর পর্যন্ত যোগাযোগ করা না হয়, যথা :- 

(ক) নির্দিষ্ট মেয়াদী আমানতের ক্ষেত্রে, উক্ত মেয়াদ অতিক্রান্ত হইবার তারিখ হইতে; এবং 

(খ) অন্য কোন আমানতের ক্ষেত্রে, সর্বশেষ লেনদেন বা হিসাব বিবরণীর সর্বশেষ প্রাপ্তি স্বীকার বা উক্ত বিবরণীর জন্য সর্বশেষ অনুরোধের তারিখ হইতে; 

২. কোন আমানতের উপর প্রদেয় ডিভিডেন্ড, বোনাস, লাভ বা পরিশোধযোগ্য অন্য কোন অর্থ যে তারিখে প্রদানযোগ্য বা দাবীযোগ্য হয় সে তারিখ হইতে দশ বৎসর পর্যন্ত অপরিশোধকৃত থাকে, বা দাবী করা না হয়; 

৩. কোন ব্যাংক-কোম্পানীর এক শাখা কর্তৃক উহার অন্য শাখার নিকট পরিশোধযোগ্য চেক, ড্রাফট বা বিনিময় দলিল প্রেরণ করা হইলে, উক্ত চেক, ড্রাফট বা দলিল ইস্যু, প্রত্যয়ন বা গ্রহণ করার তারিখ হইতে দশ বৎসর পর্যন্ত উহাদের বাবদ অথর্ প্রদান না করা হয়; বা 

৪. কোন ব্যাংক-কোম্পানীর নিরাপদ জিম্মায় রক্ষিত অনুমোদিত সম্পত্তি-নিদর্শন-পত্র, শেয়ার, পণ্য বা কোন মূল্যবান সামগ্রী আমানতকারী কর্তৃক সর্বশেষ পরিদর্শন বা স্বীকৃতি প্রদানের তারিখ হইতে দশ বৎসর পর্যন্ত পরিদর্শিত বা স্বীকৃত না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ