Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংক ক্যাশিয়ারের স্বাস্থ্য ঝুঁকিগুলো কী কী? (What are the health risks of bank cashier?)

একজন ক্যাশিয়ার তার ব্যাংক গ্রাহকদের সাথে সরাসরি আর্থিক লেনদেন পরিচালনা করে। এ আর্থিক লেনদেনে একজন ক্যাশিয়ার আর্থিক নিরাপত্তা ঝুঁকি ছাড়াও বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়। আজ আমরা একজন ক্যাশিয়ারের যেসব স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যজনিত সমস্যার ঝুঁকি রয়েছে তা নিয়ে আলোচনা করব।


জীবানু সংক্রমনের প্রাদূর্ভাবঃ

একজন ক্যাশিয়ার জনসাধারণের সাথে সরাসরি অর্থ লেনদেন করে। অর্থ বা টাকার নোটে বিভিন্ন ধরনের জীবাণু বসবাস করে। ফলে নোট নাড়াছাড়া করার কারনে তাদের হাতে জীবানু লেগে থাকে, যা পরবর্তীতে মুখে, চোখে, নাকে এবং কানে হাত স্পর্শের মাধ্যমে তাদের দেহে রোগের প্রাদুর্ভাব ছড়ায়।

ভাইরাসজনিত রোগের সংক্রমনঃ

একটি ব্যাংকের অধিকাংশ গ্রাহক ব্রাঞ্চের ক্যাশিয়াররাই সামাল দিয়ে থাকেন। এসব গ্রাহকদেরকে সুষ্ঠু সেবা দিতে গিয়ে গ্রাহকদের সাথে ক্যাশিয়ারের সরাসরি হাতের স্পর্শ ছাড়াও বিভিন্ন ধরনের কনটাক্টে (আই কন্টাক্ট, বডি মুভমেন্ট, নিকটবর্তী হওয়া) আসতে হয়। ফলে গ্রাহকদের মধ্যে থাকা ভাইরাসজনিত রোগ খুব সহজেই একজন ক্যাশিয়ারের মাঝে ছড়াতে পারে। 

টেনশনজনিত রোগব্যাধির ঝুঁকিঃ

একজন ক্যাশিয়ারকে বিভিন্ন ধরনের ছাপ নিয়ে তার কাজটি করতে হয়। বিশেষ কওে, প্রতিবার গ্রাহককে চেকের বিপরীতে অর্থ প্রদান কিংবা গ্রাহকের নিকট হতে অর্থ জমার কাজটি করতে গিয়ে একজন ক্যাশিয়ারকে প্রতিটি সেকেন্ড সতর্ক থাকতে হয়। অর্থ আদান-প্রদান এর ক্ষেত্রে কম বেশি হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হয়। প্রতিনিয়ত ব্রেনকে এভাকে উত্তেজিত বা কাজে ব্যস্ত রাখার ফলে একজন ক্যাশিয়ারের শরীরে রক্ত সঞ্চালনের গতি বেশি থাকে। ফলে তার দেহে হাইপার টেনশন, স্ট্রোক, হার্ট এটাক, ডায়াবেটিকস প্রভৃতি রোগের সম্ভাবনা অনেক বেশী দেখা যায়।

ব্যাথাজনিত সমস্যা

একজন ক্যাশিয়ার বেশিরভাগ সময় তাদের ডেস্কে বা চেয়ারে একইভাবে সারা দিন বসে থাকে। একইভাবে বসে সারাদিন গ্রাহকসেবা দেয়ার কারনে একজন ক্যাশিয়ার বিভিন্ন ধরনের ব্যথাজনিত স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। প্রধান সমস্যাগুলোর  মধ্যে রয়েছে পা ফোলা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, তলপেটে ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা এবং বিভিন্ন শিফটে কাজ করার কারণে ঘুমের সমস্যা, ওজন নিয়ন্ত্রণ সমস্যা, পুনরাবৃত্তিমূলক নড়াচড়ার কারনে হাত ও কব্জির ব্যথা। 

পরিশেষে, একজন ক্যাশিয়ারের চাকরি সাধারণত এন্ট্রি-লেভেলের হয় এবং অনেক ক্ষেত্রে বেতনাদি কম হয়ে থাকে। ফলে একজন ক্যাশিয়ারের পক্ষে স্বাস্থ্যজনিত সমস্যার অনেক ব্যয় চালানো সম্ভব হয়না। তাই নিয়োগকর্তাদের উচিত তাদের চাকরি নিরাপদ করার জন্য তাঁদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে ক্যাশিয়ারদের স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়া। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করলে উদ্যোগ নিতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ