Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

স্টেল চেক বা বাসী চেক বলতে কী বুঝায়?

কোন চেক যখন চেকে উল্লেখিত তারিখের ৬ বা ১৮০ দিন পরে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় তখন তাকে স্টেল চেক বা বাসী চেক বলে। এ ধরনের চেকের বিপরীতে ব্যাংক কখনো টাকা প্রদান করে না এবং টাকা প্রদানে বাধ্য নয়।

ব্যাংকিংয়ের প্রচলিত আইন ও রীতি অনুযায়ী একটি চেকের মেয়াদ থাকে ৬ মাস বা ১৮০ দিন অর্থাৎ চেকে যে তারিখ উল্লেখ থাকে তার থেকে ১৮০ দিনের মধ্যে ব্যাংকে চেক উপস্থাপন করা যায়। ১৮০ দিনের পরে চেক উপস্থাপন করা হলে তা অর্থ পরিশোধের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় না। কারন, চেকটি নগদায়নের জন্য যথাযথ সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

ধরা যাক, ২০ এপ্রিল, ২০১৮ তারিখ লিখে একটি চেক অঙ্কিত/ ইস্যু হয়েছে। এটি ইস্যু হওয়ার তারিখ থেকে ৬ মাস অবধি বৈধ। অর্থাৎ, ১৯ অক্টোবর, ২০১৮ তারিখ পর্যন্ত চেকটি বৈধ। কিন্তু কোন কারনে চেকটি ২০ অক্টোবর, ২০১৮ কিংবা পরবর্তী কোন তারিখে যুক্তিসঙ্গত সময়ের পরে উপস্থাপিত হয়, তবে তা ব্যাংকের নিকট একটি বাসী চেক। ব্যাংক এ চেকের বিপরীতে টাকা প্রদান করবেনা না এবং টাকা প্রদানে বাধ্য নয়। এমনকি, চেকটি যদি হিসাবধারী স্বয়ং উপস্থাপন করেন, তাও নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ