Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আত্ম-কর্মসংস্থান বলতে কী বুঝায়?

সহজ অর্থে, নিজেই নিজের কর্মের সংস্থান করাকে আত্ম-কর্মসংস্থান বলে। কোন ব্যক্তি কর্তৃক অন্যের অধীনে চাকরি না করে নিজের যোগ্যতায় স্বাধীন উদ্যোগ গ্রহণের মাধ্যমে জীবিকানির্বাহ করাকে আত্ম-কর্মসংস্থান বলে।

মানুষের জীবিকার সাথে কাজের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রত্যেকের জীবনে জীবনধারণের জন্য অর্থ উপার্জন অপরিহার্য । মানুষ দু"ভাবে অর্থ উপার্জন করতে পারে । এক চাকরি করে এবং দুই আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে । আত্ম-কর্মসংস্থান কর্মসংস্থানের এমন একটি উপায় যার মাধ্যমে ব্যক্তি নিজের পায়ে দাড়ানোর মাধ্যমে জীবিকানির্বাহের উপায় খুজে বের করে। আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয় তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়ন তৃরান্বিত হয়। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠী স্বনিয়োজিত পেশায় আত্মনিয়োগ করে । 

আত্ম-কর্মসংস্থানের ফলে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনের পথ প্রশস্ত হয়। কোন ব্যক্তি নানা উপায়ে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে । যেমন- হাস মুরগির খামার স্থাপন, মৎস্য চাষ, পোষাক তৈরি, কম্পিউটার ভিত্তিক ব্যবসায়, রেডিও-টিভি-ভিসি আর-ভিসিপি-মোবাইল সার্ভিসিং, নার্সারী, চটের ব্যাগ তৈরি, সাইন বোর্ড ব্যানার লেখার ব্যবসায়, ব্লক-বাটিকের ব্যবসায়, ডেইরী ফার্ম, মৌ-চাষ প্রকল্প, ছাগল পালন, মুড়ির ব্যবসায়, ফোন-ফ্যাক্স-মোবাইলের ব্যবসায়, ফাস্ট ফুডের দোকান, মিনারেল ওয়াটার সাপ্লাই, শেয়ার ব্যবসায় ইত্যাদি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ